ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫

হাতে পায়ে শিকল পরা মোদির কার্টুন, ওয়েবসাইট বন্ধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত পায়ে শিকল পরা অবস্থায় কার্টুন ছেপেছে তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতান। এরপরই সংবাদমাধ্যমটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর ইন্ডিয়া টুডে 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজেপির পক্ষ থেকে এ নিয়ে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ওয়েবসাইট বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে বিরোধীরা। 

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে যেভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে তাতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন মোদি। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে বিষয়টি নিয়ে কথা বলেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, অভিবাসীদের যেন হাতপায়ে শিকল পরিয়ে দেশে পাঠানো না হয় তার জন্য ট্রাম্পকে তিনি অনুরোধ জানাবেন। 

কিন্তু ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাতের পরও ভারতীয় অবৈধ অভিবাসীদের গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) হাত পা বেঁধে দেশে পাঠানো হয়। ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাতের ওই চিত্র নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকিতান ম্যাগাজিন। এতে দেখা যায় ট্রাম্পের সামনে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় মোদি বসে রয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় কার্টুনটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরপর তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। 

পরে রাজ্য বিজেপির সভাপতিকে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগানের সঙ্গেও দেখা করে ম্যাগাজিনটির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি